ফরিদপুরের নগরকান্দা উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিখোলা বাজারে এক ভয়াবহ রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫টি দোকান পুড়ে ছাই এতে ক্ষতি হয়েছে পাঁচ কোটি টাকার। অগ্নিকাণ্ডে ৫টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৫ কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (৩ মার্চ) ভোর ৩ টায় রহস্যজনক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নগরকান্দা ও ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। রাত ৩টার দিকে বাজারে রহস্যজনকের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
সহায় সম্বল হারিয়ে নুর ইসলাম বলেন, দীর্ঘ দিন সৌদি আরবে প্রবাস জীবন শেষে বাড়ীতে এসে স্থানীয় কালিখোলা বাজারে সঞ্চিত সম্পূর্ণ অর্থ দিয়ে সেনেটারী কাম হার্ডওয়ারের ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। অগ্নিকান্ডে তিনি সম্পূর্ণ খুঁইয়ে এখন পথে বসেছেন।
ব্যবসায়ী নুর ইসলামসহ সুজিত, শমসের, কবির বেপারী ও সাইফুলের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ৫টি দোকান হলো- সেনেটারী কাম হার্ডওয়ারের দোকান, টেইলার্স এর দোকান, সবজির দোকান, অটো চার্জারের দোকান, চা বিক্রেতার দোকান।
নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আমরা ফোন পাওয়ার ২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। ১১ জন কাজ করে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। যদি কোন দোকান মালিক আমাদের কাছে অভিযোগ করেন এ অগ্নিকাণ্ড রহস্যজনক। তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply