বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
১৭ আগষ্ট রবিবার মধুপুর ফারিয়ার উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।মধুপুর ফারিয়ার সহ সভাপতি মো : নুরুন্নবীর সভাপত্বিত্বে উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী গোপালপুরের ফারিয়া ও জাসাসের সভাপতি, গোপালপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহানুর আহমেদ সোহাগ। শাহানুর আহমেদ সোহাগ দোয়াত কলম মার্কা প্রতিকে ফারিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি কে.এম শামীম, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, গোপালপুর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন,মধুপুর ফারিয়ার সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ, টাঙ্গাইল জেলা ফারিয়ার প্রচার সম্পাদক মো: হান্নান মিয়া, গোপালপুর ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান,মধুপুর উপজেলা মডেল ফারিয়ার আইটি সম্পাদক মোঃ রিপন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার আগামী ১৯ সেপ্টেম্বরের নির্বাচনে যোগ্য,দক্ষ ও পরিশ্রমী সংগঠক সাংগঠনিক সম্পাদক শাহানুর আহমেদ সোহাগের দোয়াত কলম মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও বাংলাদেশের সকল ফারিয়া প্রতিনিধিদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে যাতে সকলের কাছে দোয়াত কলম প্রতীকে ভোট প্রার্থনা করা হয় এই বিষয়েও সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরিশেষে নির্বাচনের গুরুত্ব এবং সংগঠনের তাৎপর্য বিবেচনায় সুযোগ্য ব্যক্তিত্ব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দোয়াত কলম মার্কার প্রার্থী শাহানুর আহাম্মেদ সোহাগকে বিজয়ী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে মিটিং-এর সমাপ্তি ঘোষণা করা হয়।