
নিজস্ব প্রতিবেদক:
বগুড়া সদর-৬ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমানকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়লাভ করানোর লক্ষ্যে তরুণ প্রজন্মকে সংগঠিত করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষেই হোক” — এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৪ নভেম্বর) শহরের তিনমাথা আদর্শ কলেজ সংলগ্ন (১৫ নং ওয়ার্ড) এলাকায় উক্ত সাংগঠনিক আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা, যুবনেতা ও স্বেচ্ছাসেবক নেতা, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। তরুণদের উচিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে ধানের শীষের পক্ষে ভোট প্রাপ্তিতে অবদান রাখা, যাতে জনগণ আবারও দেশ ও জাতির সেবার সুযোগ পায়। সভায় আরও উপস্থিত ছিলেন— জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ আবু রায়হান, এবং তরুণ সংগঠক জিম, আকাশ, তন্ময়, মিনহাজ, বোরহান, খোকন, শামিম, সিয়াম, মানিক, বিধান, শাওন, আরাফাত প্রমুখ। সভা শেষে উপস্থিত সবাই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।।
Leave a Reply