বগুড়ায় নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী যোগদান করেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার ০৭ আগস্ট বিকাল ৪টায় জেলার পুলিশ লাইন্স অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভয়া নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনে বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন,” সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজের নানা সংগতি ও অসংগতি সম্পর্কে জানতে পারি। পাশাপাশি সমাজের নানা অপরাধ ও আপনারা তুলে ধরেন। এজন্য আমরা সেই সব বিষয়ে কাজ করতে পারি। ওই সময় তিনি আরও বলেন বগুড়ার সকল অপরাধ নিয়ন্ত্রণ সহ মাদক সমূলে নির্মূল করা হবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করবে পুলিশ। মতবিনিময় সভায় জেলার নবাগত পুলিশ সুপারের পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নও বক্তব্য প্রদান করেন। এছাড়াও উপস্থিত গণমাধ্যমকর্মীরা নানান বিষয়ে মতামত প্রকাশ করেন। ওই সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, (অপরাধ) আব্দুর রশিদ, (ডিএসবি) মোতাহার হোসেন, (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ সহ প্রমুখ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে গত ১১ জুলাই বগুড়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে সুদীপ কুমার চক্রবর্তীকে পদায়ন করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া সদ্য বিদায়ী পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাকে বরিশাল মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।
Leave a Reply