“সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা” বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির শুরুতে রবিবার ৮ আগস্ট সকাল ৯ টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক, বগুড়ার নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ, মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, হেলেনা আক্তার, ফয়সাল মাহমুদ সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকাল ১০ টায় ভার্চ্যুয়াল প্লাটফর্মে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আওয়ামী লীগের রাজনীতি ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি ভাবে সাহস জুগিয়েছেন তা নিয়ে আলোচন করা হয়। বাদ যোহর জেলা আওয়ামীলীগ বগুড়া সেনট্রাল মসজিদে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামানা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং বিকাল ৩ টায় কর্মক্ষম অসচ্ছল মহিলাদর মধ্যে সেলাই মেশিন বিতরণের আয়োজন করা হয়।
Leave a Reply