জেলা ব্যুরো সিরাজগঞ্জ,মোঃ রেজাউল করিম খানঃ- বগুড়ায় ৬ কেজী গাঁজাসহ জসিম উদ্দিন নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২ এর অভিযানিক দল। র্যাব জানিয়েছে-(৮মার্চ মঙ্গলবার) রাত ১২.৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর অভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানার মেসার্স আসিফ ব্রিকস্ এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ কেজী গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহিৃত মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করে র্যাব সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী-জসীম উদ্দিন(৩১),ফেনী জেলার সদরের চোছনা গ্রামের-ছেরাজুল হক এর ছেলে।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যব ১২ এর মিডিয়া অফিসার মেজর এম.রিফাত-বিন-আসাদ।