স্টাফ রিপোর্টারঃ মোঃ নেছার উদ্দিন টানা বৃষ্টিপাতে বরগুনা জেলাজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টি অব্যাহত থাকায় জেলার বিভিন্ন সড়ক, বাজার ও গ্রামীণ জনপদ জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষকে নানান ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির কারণে সদর ও বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে দিনমজুর, খেটে খাওয়া মানুষরা চরম দুর্ভোগে পড়েছে। অনেক স্থানে রাস্তাঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বরগুনা পৌর এলাকার প্রধান সড়ক, আমতলী, বামনা ও পাথরঘাটা উপজেলায় জলাবদ্ধতা বেশি দেখা দিয়েছে।
এদিকে কৃষকরাও শঙ্কায় রয়েছেন। ধানের ক্ষেতে পানি জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবজি ক্ষেত ও মাছের ঘের প্লাবিত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। দিনমজুররা কাজে বের হতে পারছেন না। এছাড়া বাজারে ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বরগুনা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।