র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ০৭/০৪/২০২২ইং তারিখে বরগুনা জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৯:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার সদর থানাধীন চরকলোনী ০১নং পৌরসভা ওয়ার্ড এলাকায় (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আদালত-০১, বরগুনা, সিআর মামলা নং-২৫৭/১৬) ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) ধারা ৭(ক) ক্রমিক এর ০৬(ছয়) মাসের সশ্রম করা দন্ড এবং ৩০০০/-(তিন হাজার) টাকা জরিমানা এবং অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নেতৃত্বে আনুমানিক ১১:১০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাদের নাম মোঃ রুবেল (২৭), পিতা-মোঃ সোনা মিয়া, সাং-চরকলোনী ০১নং ওয়ার্ড পৌরসভা, থানা-সদর, জেলা-বরগুনা বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আদালত-০১, বরগুনা (সিআর মামলা নং-২৫৭/১৬) এর ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) ধারা ৭(ক) এর ০৬(ছয়) মাসের সশ্রম করা দন্ড এবং ৩০০০/-(তিন হাজার) টাকা জরিমানা এবং অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আদালত-০১, বরগুনা (সিআর মামলা নং-২৫৭/১৬) মূলে কোর্টে হস্তান্তর করা হয়।
মোঃ শহিদুল ইসলাম
লেঃ কমান্ডার, বিএন
কোম্পানী অধিনায়ক
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প
র্যাব-৮ কে তথ্য দিয়ে সহযোগিতা করুন
যোগাযোগ – 01777710811
Leave a Reply