স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ ও আমতলী উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সরকারি সার জব্দ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার উত্তর তক্তাবুনিয়া ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যের বাড়ি ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬২ বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার উদ্ধার করা হয়। জব্দকৃত সার মজনু চৌকিদার (৬০), পিতা মৃত কালু চৌকিদারের বাড়ি ও তার মুরগির খামার থেকে পাওয়া যায়। তিনি কোনো ডিলারশিপ ছাড়াই অবৈধভাবে এসব সার মজুদ করেছিলেন বলে জানা গেছে।
জব্দকৃত সারের সরকারি মূল্য প্রায় ৮০ হাজার ২৫০ টাকা। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে মজনু চৌকিদার ও তার স্ত্রী হেনা আক্তার বুলবুল (হলদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য) পালিয়ে যান।