স্টাফ রিপোর্টারঃ মোঃ নেছার উদ্দিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ আসনে গণসংযোগ করেছেন, বরগুনা জেলার সাধারণ মানুষের প্রিয় নেতা এ্যাড. মোঃ রেজবুল কবির। তিনি বরগুনা সরকারি কলেজের বারবার নির্বাচিত সাবেক জিএস, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকসহ দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের আস্থাভাজন হিসেবে পরিচিত একজন নেতৃবৃন্দের প্রিয়ভাজন ব্যক্তিত্ব।
গত কাল শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর ) ইং তারিখ বরগুনা তালতলী উপজেলার ১ নং পঁচাকোড়ালিয়া ও ২ নম্বর ছোট বগি ইউনিয়নের জনগণের সঙ্গে বগি বাজারে গণসংযোগ করেন তিনি। এসময় তিনি সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।এসময় বগি বাজারে স্থানীয় জনগণের ঢল নামে। জনতার নেতা রেজবুল কবিরকে, একনজর দেখতে ছুটে আসেন হাজারো মানুষ।
এসভায় সভায় সভাপতিত্ব করেন ছোট বগি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির রিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রেজবুল কবির।এছাড়াও বক্তব্য রাখেন,ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ও যুগ্ম সম্পাদক, সোহানুর রহমান সোহাগ,২ নম্বর ছোট বগি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, হুমায়ুন কবির রিয়াজ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, মোস্তফা তালুকদার, সোহাগ কবিরাজ, সোলায়মান তালুকদার, খলিলুর রহমান ও নিজাম প্রমুখ।
স্থানীয়দের মতে, রেজবুল কবির শুধু দলের নেতা নন, তিনি সর্বদলীয় নেতা। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। তাই সবাই তাকে আস্থার জায়গা থেকে ভালোবাসে।
হুমায় কবির রিয়াজ বলেন, দূরদিনের রেজবুল ভাই আমরা তোমায় বুলি নাই। ওয়ান ইলেভেন এর সময় রেজবুল কবির বরেছিলেন আমি বিএনপি আমি ছাত্রদল। বিএনপি যদি তাকে মনোনীত করে আমরা ০১ আসন উপহার দিব। এছাও সোহানুর রহমান সোহাগ বলেন, এ্যাড. রেজবুল কবির অন্যায় করেন না অন্যায়কে প্রশ্রয় দেন না। সে একজন মাটি ও মানুষ। সাধারণ মানুষ নির্দ্বিধায় তার সাথে কথা বলতে পারবেন। তাই এম নেতাই আমরা বরগুনাই খুঁজছি।
এ্যাড. মোঃ রেজবুল কবির বলেন, বরগুনা আমতলী তালতলী একটি বিচ্ছিন্ন জনপদ। আমাকে যদি বিএনপি মনোনীত করে বরগুনা ০১- আসনে অবহেলিত জনপদ উন্নয়ন, চিকিৎসা সেবা উন্নতি, মাদক নিধন করণ,সকল ধরনের সমস্যা সমাধানে মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
গণসংযোগ শেষে জুমার নামাজ আদায় করেন অ্যাডভোকেট রেজবুল কবির। নামাজ খুতবার আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন মৃত্যু নিয়েও কিছু আলোচনা করেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও মতিউর রহমান তালুকদার, সাবেক সেক্রেটারি বরগুনা জেলা বিএনপি। তাদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন ।