বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডস্থ ডাঃ ইমান আলী টাওয়ারের অভিজাত বিপনি বিতান টপটেন শোরুমে ক্রেতা বেশে প্রবেশ করে লুঠপাট ও স্টাফদের মারধর করে পালিয়ে যাবার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত ১৪ আসামি আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েই মামলার এজাহারভূক্ত ১৪ আসামী কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত আসাদুজ্জামান।
আত্মসমর্পনকারী সকলের দাবী তারা এই লুঠপাট ও হামলার ঘটনটার সাথে জড়িত নন। তবুও মামলার এজাহারে তাদের নাম থাকায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আত্মসমর্পন করেছেন। তাদের দাবি, বিষয়টি সুষ্ঠু ভাবে তদন্ত করলে ঘটনার সাথে প্রকৃতভাবে কারা জড়িত তা বেড়িয়ে আসবে।
Leave a Reply