ঢাকা জেলা স্টাফ রিপোর্টার : সৈয়দ উসামা বিন শিহাব
সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে। বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও আসামের গর্ব জুবিন গার্গ আর নেই। শুক্রবার স্থানীয় সময় দুপুরে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়ায় তার জীবন বাঁচানো সম্ভব হয়নি।
ভারতের আসাম রাজ্যের মন্ত্রী অশোক সিংঘল সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করে লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আসাম হারাল নিজের হৃদস্পন্দন।”
আসামি, বাংলা ও হিন্দি—তিন ভাষার গানে সমান জনপ্রিয় ছিলেন জুবিন গার্গ। তবে বলিউডের ‘গ্যাংস্টার’ (২০০৬) ছবির ‘ইয়া আলি’ গানটি তাকে এনে দিয়েছিল অসামান্য জনপ্রিয়তা। প্রীতমের সুর ও সাঈদ কাদরির কথায় এই গানটি ছিল তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া মাইলফলক।
বাংলা, আসামি ও হিন্দি সংগীতের ভক্তদের কাছে সমানভাবে প্রিয় এই শিল্পীর অকাল প্রয়াণে দেশ-বিদেশের ভক্ত-শ্রোতারা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।