নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহত হয়ে সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- মইনুদ্দিন (৩২), ইমরান হোসেন ( রাকিব) (৩০), জাকির হোসেন (হৃদয়) (২৬), আরাফাত হোসেন (২৫) ও হিরো। এমএ হান্নান সহ আরো দুই জন আহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেলে সাতজন এসেছে। এদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। দুইজনকে ঢামেকে ভর্তি দেওয়া হয়েছে। তারা হলেন- মাইনুদ্দিন ও ইমরান হোসেনকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর জাকির হোসেন হৃদয়কে চক্ষু ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে।এতে আলাউদ্দিন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ ১০ জন সহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।