জসীম উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি, চট্টগ্রাম : বাঁশখালী উপজেলার নাপোড়ায় নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের পিছনে প্রকাশ্যে গাজা বিক্রি করছে রনি নামের এক অভিযুক্ত যুবকের পরিবার।
গত বুধবার ৭ ফেব্রুয়ারী বিকেলে সরেজমিনে গেলে স্থানীয় সূত্রে জানতে পারি, ঐ পরিবারটি প্রায় ৩০ বছর যাবত দিনে কিংবা রাতে যে কোন সময় গাঁজা বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের দায়িত্ব প্রাপ্ত অনুসন্ধানী ভিবিন্ন সাংবাদিক মহল সরেজমিনে অভিযুক্তদের ঘরে গেলে প্রকাশ্যে গাঁজা বিক্রি করতে দেখা যায়।
এ সময় অভিযুক্ত পরিবারের সাথে গাঁজা বিক্রির বিষয়ে কথা বললে তারা গাঁজা বিক্রির কথা অস্বীকার করেন। পরে ঐ পরিবারে ছদ্মবেশে এক যুবককে পাঠালে এক মহিলা ঘরের ভেতর থেকে প্রকাশ্যে গাঁজা দিতে দেখা যায়। যাহা গোপন ক্যামরায় ভিডিও ধারন করি। অভিযুক্তরা একাদিক মাদক মামলার আসামী। বারবার জামিনে এসে পুনরায় একই অপরাধ করেন।
পরবর্তীতে ঐ ঘর থেকে রনির বাবা সাধন এলাকার চিহ্নিত প্রকাশ নাম গাঁজা সাধনকে গাঁজা ক্রয়ের ভিডিও দেখালে রনির বাবা গাঁজা সাধন হতভম্ব হয়ে পড়েন। এক পর্যায়ে অভিযুক্ত পরিবারের দুই মহিলা ও গাঁজা সাধন মদ্যপান অবস্থায় সাংবাদিকদের ওপর চড়াও হন। এ সময় এলাকার উপস্থিত স্থানীয় জনতা জড়োসড়ো হলে গাঁজা সাধন বলেন, গাঁজা বিক্রি করে আসছি, করব, পারলে কিছু করিস বলে ঘরে চলে যান।
এই ব্যাপারে শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী মোরশেদ বলেন, তাদের বিরুদ্ধে স্কুল ছাত্র-ছাত্রী সহ স্থানীয়দের অনেক অভিযোগ। সুন্দর সমাজ গড়তে মাদক বিক্রির বিরুদ্ধে এলাকাবাসীর দাবী প্রশাসনের সু-দৃষ্টি কাম্য।
Leave a Reply