খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় অবস্থিত বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা পুরস্কার পাননি, তাদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় এক আয়োজনে যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
সকল শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয় বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উৎসবের পরিবেশ তৈরি করে।
Leave a Reply