মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ৩ নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, সহ-সভাপতি শহিদুল ইসলামসহ প্রেসক্লাবের কার্যকরী সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়ের সময় আমিরুল ইসলাম খান আলিম বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সমস্যাগুলো তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। সাংবাদিকদের পেশাদারিত্ব, ন্যায়নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করি। আমি সবসময় সৎ সাংবাদিকতার পাশে থাকবো"