বিএমএসএফকে নিয়েও যেমন নানা সংকট, চক্রান্ত, জটিলতা, তেমনি নিজের সম্মান ও জীবন নিয়েও সমান শঙ্কায় আছি। সংকট, সদস্যদের ভয়ভীতি, শঙ্কা, মিথ্যা প্রপাগন্ডা আর প্রচ্ছন্ন হুমকি নিয়ে বেঁচে থাকা। শ্লথ, তবে নিশ্চল কিংবা স্থবির নয়। স্বাভাবিক জীবনের সাথে স্বাভাবিক মৃত্যুটাও হয়তো দুষ্প্রাপ্য হতে পারে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ এবং আমাকে নিয়ে রাক্ষুসে সাংবাদিকদের পৈচাশিক ও গভীর ষড়যন্ত্র অব্যাহত আছে। বিএমএসএফ যদি গত ১০ বছরে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ভাল কিছু করে থাকে তবে আপনারা তাদের চিহ্নিত করে বিএমএসএফ রক্ষায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার আন্দোলন গড়ে তুলুন…
”বিএমএসএফ মফস্বলের সাংবাদিকদের সংগঠন হিসেবে আপনারাই এর ধারক ও বাহক; এখানে বিএমএসএফ ধবংসের চেষ্টাকারী কোন রাক্ষুসে সাংবাদিকের স্থান যেন না ঘটে” এটা আমার অনুরোধ।
কোন অপশক্তি কিংবা রাক্ষুসে সাংবাদিক সরকার নিবন্ধিত বিএমএসএফ যেন দখল করতে না পারে-বিএমএসএফ প্রেমী সর্বস্তরের সদস্য/ সাংবাদিকদের প্রতি আমার উদাত্ত আহবান থাকলো।
জয়বাংলা
জয় হোক সাংবাদিকদের
জয় হোক ১৪ দফার
আহমেদ আবু জাফর
প্রতিষ্ঠাতা
ও
প্রধান সমন্বয়কারী
বিএমএমএফ
জাতীয় পরিষদ
১০ ফেব্রুয়ারি ২০২২ খ্রী:।
Leave a Reply