০৯ মার্চ ২০২১ ইং
রেলওয়ের টিকিট ফেরতের ক্ষেত্রে নতুন প্রযোজ্য সার্ভিজ চার্জ কর্তনের হার।। কার্যকর ৫ এপ্রিল থেকে
১০ দিনের পরিবর্তে যাত্রার ৫ দিন পূর্বে অগ্রীম বিক্রয় শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৫ এপ্রিল ২০২১ তারিখ হতে আন্তঃনগর ট্রেনের অগ্রীম টিকিট বিক্রয়ের নতুন সময়সীমা কার্যকর হবে৷
টিকিট ফেরতের ক্ষেত্রে নতুন প্রযোজ্য সার্ভিজ চার্জ কর্তন :
ক)যাত্রার ৪৮ ঘন্টা পূর্বে ফেরতের ক্ষেত্রে সার্ভিজ চার্জ বাবদ এসি শ্রেণীতে ৪০ টাকা, প্রথম শ্রেণীতে ৩০ টাকা এবং অন্যান্য শ্রেণীতে ২৫ টাকা যাত্রী প্রতি কর্তনযোগ্য হবে ।
খ)যাত্রার ৪৮ ঘন্টার কম ২৪ ঘন্টার বেশি সময়ের ক্ষেত্রে সার্ভিজ চার্জ বাবদ টিকিটের ২৫% টাকা কর্তনযোগ্য ।
গ)যাত্রার ২৪ ঘন্টার কম ১২ ঘন্টার বেশি সময়ের ক্ষেত্রে সার্ভিজ চার্জ বাবদ টিকিটের মূল্যের ৫০% টাকা কর্তনযোগ্য হবে।
ঘ)যাত্রার ১২ ঘন্টার কম ৬ ঘন্টার বেশি সময়ের ক্ষেত্রে ৭৫% টাকা কর্তনযোগ্য হবে৷
ঙ)অন্যান ক্ষেত্রে কোন মূল্য ফেরত যোগ্য নয় ।
মোঃ মোজাম্মেল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ ।