করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ফের মাঠে নামল বাকেরগঞ্জ থানা পুলিশ ৷ “বাংলাদেশ পুলিশের আহ্বান, মাস্ক পরে বাহিরে যান ” এ স্লোগানকে সামনে রেখে ২১মার্চ, রবিবার সকালে বাকেরগঞ্জ থানা পুলিশের আয়োজনে, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দীন মিলনের উদ্যোগে আলোচনা ও রেলী আয়োজন করা হয় ৷ বরিশাল জেলা পুলিশ সুপার
মারুফ হোসেন( পিপিএম) প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ৷ প্রধান অতিথী মারুফ হোসেন বলেন, করোনা প্রতিরোধে বাকেরগঞ্জ থানা পুলিশের বেশ সুনাম আছে ৷ আপনারা করোনার ২য় ঢেউ মোকাবেলায় আপনাদের পেশাদারিত্বের পরিচয় দিবেন ৷ সাধারন মানুষদের সচেতন থাকার আহবান জানান ৷
বাকেরগঞ্জ থানা অফিসার ইন চার্জ আলাউদ্দিন মিলন বলেন, করোনা প্রতিরোধে জনগনকে সচেতন রাখতে আমরা মাঠে থাকব ৷ তিনি সবাইকে মাস্ক পড়ার আহবান জানান ৷ স্বাস্থ্য সচেতন ও সুস্থ থাকার জন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান ৷ এ সময় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ থানা তদন্ত ওসি নকীব আকরাম, আওয়ামী লীগ নেতা অমল চন্দ্র দাস শিবু, কালাম ডাকুয়া, পৌরসভার কাউন্সিলর রিপন খন্দকার, কাউন্সিলর সুজন দেবনাথ, কাউন্সিলর খান মোঃ সেলিম, জাতীয় পার্টির নেতা প্রভাষক বিপ্লব মিত্র, প্রভাষক শহিদুল ইসলাম , বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসারবৃন্দ ও সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ ৷ শেষে সাধারন মানুষের কাছে মাস্ক বিতরণ করা হয় ৷
উল্লেখ্য বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি পালনে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে ২১ মার্চ থেকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটকে পূর্বের ন্যায় সারাদেশে একযোগে কাজ করার নির্দেশ দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত বছর দায়িত্ব পালন করতে গিয়ে ১৮ হাজার ৮৪৪ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। আর চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত ৩৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন।
Leave a Reply