কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন চলছে আজ। লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন ভ্রাম্যমাণ আদালত,পুলিশ, সেনাবাহিনী সদস্যরা। বাকেরগঞ্জে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।
গত চার দিনের মতো আজও জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের সচেতনতার পাশাপাশি আর্থিক জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।
কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে বেশ সক্রিয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী। বাকেরগঞ্জে বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে আছে পুলিশের চেকপোস্ট। তবে বিধিনিষেধ না মানার প্রবণতা দেখা গেছে অনেকের মধ্যে। অনেকেই ঘর থেকে রাস্তায় বের হয়ে জরিমানার মুখোমুখি হচ্ছেন।
সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। মহাসড়ক সহ উপজেলার প্রধান সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট- তরিকুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল টিম টহল দিচ্ছে। টহল অব্যাহত রেখেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অালউদ্দিন মিলন। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। বিনা কারণে বাইরে আসলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অনেককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে। প্রকৃত কারণ যাচাই করে অনেককে ছেড়ে দেয়া হচ্ছে।
সরকার ঘোষিত দেশব্যাপী ৭ দিনের লকডাউন কার্যকর করতে প্রতিদিন অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনী, ডিবি ও পুলিশ অবিরত টহল চালাচ্ছে। তারপরও মানুষ ঘরে থাকছে না। অাজ দুপুরে পাদ্রীশিবপুর নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৮ ধারায় জরিমানা করা হয়েছে মদিনা হার্ডওয়ার মালিকে ১ হাজার টাকা ২ জন মোটরসাইকেল চালকে ২ শত টাকা অপর একজনকে ৩ শত টাকা। নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বাকেরগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন স্থানে সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা শুরু হয়। বাকেরগঞ্জে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে যানবাহনের যাত্রী ও চলাচলরত লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়ছেন।
যাহারা মাস্ক ব্যাবহার করেনি তাদেরকে মাস্ক বিতরন করা হয় ও সবাইকে সচেতন হওয়ার অাহবান জানানো হয়।
Leave a Reply