বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। “করোনাকালীন নারী নেতৃত্ব গড়বো, নতুন সমতার বিশ্ব ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক বিপ্লব মিত্র, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমুখ।
আলোচনা সভায় নারী দিবস উপলক্ষে নারীদের বিভিন্ন বিষয়ে সচেতনার পাশাপাশি দেশ ও জাতির কল্যানে নারীদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য তুলে ধরে সচেতন থাকার আহবান জানান।
Leave a Reply