আজ ২৬জুলাই রোজ সোমবার,সকাল থেকে বাগেরহাট বিভিন্ন স্থানে গুরে দেখা গেছে কঠোর লকডাউনের বিতরে অবাদে চলাফেরা করছে সাধারন মানুষ,,সরকার ঘোষিত কঠোর লকডাউন চল্লেও তার প্রভাব পড়েনি পাড়া মহল্লায় এবং কাঁচা বাজার, মাছ বাজার সহ বাগেরহাটের সব চেয়ে বড় মৎস অবতরন কেন্দ্রে,,এদিকে সড়ক,মহাসড়কে বিজেবি,পুলিশের টহল ছিলো নিয়োমিত,,জেলা প্রশাসন বাগেরহাটের পক্ষ থেকে ও মাঠে ছিলো নির্বাহী মেজিষ্টেট,এত সব থাকা সত্তে ও বাগেরহাট মৎস অবতরন কেন্দ্র(কে,বি)তে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র,,ক্রেতা,বিক্রেতা,পরিবহন শ্রমিক,লেবার,খালাশি,কাহারো মুখে ছিলোনা মাক্স,,সাধারন মানুষের মাজে ও মাক্স পড়া নিয়ে উদাশিনতা লক্ষ করা গেছে,একই চিত্র ছিলো বাগেরহাট কাচাবাজার,মাছ বাজারেও,অন্যদিকে বাগেরহাট বিভিন্ন সড়কে ছিলো বিজেবি,পুলিশের কড়া নজরদাড়ি,এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাট সিভিল সার্জনের বক্তব্য জানতে চাইলে তারা বলেন,আমরা যথাসাধ্য চেষ্টা করছি মানুষকে ঘড়ে রাখতে,এবং চলাচল সিমিত করতে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোষ্ট,করা হচ্ছে জেল জরিমানা,এর পরে ও যদি মানুষ নিজেদের থেকে সচেতন না হয়,তাহলে করোনা সংক্রমন নিয়ে আসংখ্যা থেকেই যায়,,সর্বপরি সাধারন জনগনকে নিজেদের থেকে সতর্ক হতে হবে,তাহলেই সংক্রমন রোদকরা সম্বব হবে,,