বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গত ৩০/০৭/২০২১ গভীর রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট বাসষ্ট্যান্ড এলাকা থেকে মোঃ রাজু হাওলাদার (২৪) নামের একজন মোটরসাইকেল মেকানিক কে আটক করে, ব্যাপক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্য মোতাবেক অভিযানে শরনখোলা পূর্ব রাজাপুর গ্রামের ইউসুফ মুন্সী(৬৫) নামক এক বৃদ্ধের হেফাযতে থাকা তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ তাকে আটক করে নিয়ে আসে। এ ব্যাপারে বাগেরহাট পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ জানান একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্র বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে আসছিলো এ ব্যাপারে বাগেরহাট জেলা পুলিশের তৎপরতার অংশ হিসেবে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম তদন্তে নেমে শরণখোলা এলাকার মোটরসাইকেল মেকানিক রাজুকে প্রাথমিক ভাবে সনাক্ত করে এবং অভিযান পরিচালনা করে আটক করে, ব্যাপক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক শরনখোলা থেকে ইউসুফ মুন্সী(৬৫) নামক একজনকে আটক করে তার হেফাযতে রাখা ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য জোর তৎপরতা অব্যাহত আছে। উল্যেখ্য বেশকয়েক দিন যাবৎ বাগেরহাট জেলায় ব্যাপকহারে মোটরসাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে। উল্যেখ্য গত কয়েকদিন আগে প্রথম আলো’র বাগেরহাট জেলা প্রতিনিধি ইনজামামুল হক এর একটি সুজুকি মোটরসাইকেল তার অফিসের সামনে থেকে চোরেরা চুরি করে নিয়ে যায়। এখোনো মোটরসাইকেলটির কোনো হদিস মেলেনি।।
Leave a Reply