বাগেরহাটে ট্রাকের চাপায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন,আজ ১১/৯/২০২১ রোজ শনিবার সকাল ৬/৩০মিনিটের সময় বাগেরহাট সদর উপজেলার বাদাম তলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে,ঘটনা স্থলে গিয়ে যানা যায় গম বোঝাই করা একটি ট্রাক খানজাহান আলী মাজারের দিক থেকে দ্রুত গতীতে ছুটে এসে বাদাম তলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মটর সাইকেল আরোহীকে চাপা দেয়,ঘটনা স্থলেই মটর সাইকেল আরোহী মারা যায়,মৃত ব্যাক্তির নাম,শেখ রেজাউল ইসলাম রিদু(৫০)পিতা মৃত শেখ আ:রাজ্জাক,গ্রাম বাদে কাড়াপাড়া,পো:বাদে কাড়াপাড়া,সদর বাগেরহাট,স্থানীয় সুত্রে যানা যায় আজ সকাল ৬:৩০০সময় বাদাম তলা মোর সংলগ্ন এলাকায় গম বোঝাই একটি ট্রাক দ্রুত গতীতে এসে মটর সাইকেল আরোহীকে চাপ দিলে ঘটনা স্থলেই তার মৃত্তু হয়,ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে গিয়ে পাশের খাদে পরে, ড্রাইভার হেলপার পালিয়ে যায়,,নাম প্রকাশ না করা সত্তে স্থানীয় এক ব্যাক্তি মাতৃজগতকে বলেন ট্রাকটি বাগেরহাটের তাপস সাহা নামক একট ব্যাবসায়ীর,বাগেরহাট ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয় পুলিশ প্রশাসন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন,,
Leave a Reply