বাগেরহাটের রামপালে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আশিকুজ্জামান তুফান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক তুফান খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের জিএম আব্দুর রশিদের ছেলে।
শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিকে রামপালের ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তুফানকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।