
দরিদ্র ও হিজড়া সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান ।
বাগেরহাট জেলাসহ সারাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র এবং হিজড়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ লোকদের মাঝে। জেলা পুলিশ বাগেরহাটের পক্ষ থেকে আজ মঙ্গলবার (২৯ জুন) খাদ্য সহায়তা প্রদান করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণের প্যকেটগুলো নির্দিষ্ট দূরত্বে সাজিয়ে রাখা হয়েছিল। দরিদ্র এবং হিজড়া সম্প্রদায়ের লোকদের মাঝে ত্রাণ বিতরণ করেন। দরিদ্র এবং হিজড়া সম্পদায়ের মাঝে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ বাগেরহাটের পক্ষ থেকে কে, এম, আরিফুল হক, পিপিএম খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিল অতিঃ পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আসাদুজ্জামান এবং অতিঃ পুলিশ সুপার (সদর) মোঃ মিজানুর রহমান।
Leave a Reply