মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্টকারী অব্যাহতি প্রাপ্ত খন্ডকালীন শিক্ষক আতাউর রহমান বিপ্লব গংদের শাস্তিসহ ৭ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২ টায় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা প্রাঙ্গণে সেনাক্যাম্পে এসে শেষ হয়। পরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন-অব্যাহতিপ্রাপ্ত খন্ডকালীন শিক্ষক আতাউর রহমান বিপ্লব তার ব্যক্তিগত আক্রোশের কারণে বেশ কিছু দুষ্কৃতকারীদের একত্রিত করে মব তৈরির চেষ্টা করে যাচ্ছে। তারা শিক্ষকদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে তাদের অপমান ও অপদস্ত করেছেন। এসব নিরাপত্তাজনিত কারণে ৩ জন শিক্ষক ২০২৪ সালের ১সেপ্টেম্বর পরবর্তী সময়ে বিদ্যালয়ে না এসে বাড়িতে অবস্থান করছিলেন। এতে করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সহ আইনশৃঙ্খলার চরম অবনতি হয়। ফলশ্রুতিতে বিগত এসএসসি পরীক্ষার ফলাফলে ব্যাপক বিপর্যয় ঘটে। গত ১মাস যাবত প্রধান শিক্ষকসহ ৩জন শিক্ষক বিদ্যালয়ে ফিরে আসায় শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। কিন্তু মব সৃষ্টিকারী আতাউর রহমান বিপ্লব গংরা আবারো শিক্ষার পরিবেশ ধ্বংস করতে বিভিন্নভাবে পায়তারা সৃষ্টি করে যাচ্ছে। শিক্ষার্থীদের দাবী বিদ্যালয়ে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং ৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।বিক্ষোভ শেষে বানিয়াচং এর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার সাথীর কাছে শিশু-কিশোররা একটি স্মারকলিপি দেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা আরো বলেন, বহিরাগত একটি চক্র বারবার বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা শিক্ষক ও শিক্ষার্থীদের আতঙ্কিত করছে, যার কারণে দীর্ঘদিন পাঠদান ব্যাহত হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা কিছুটা স্বাভাবিক হলেও ওই চক্র আবারও পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত বছরের ১ সেপ্টেম্বর থেকে প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে মৌখিক ছুটিতে পাঠায় উপজেলা প্রশাসন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করে জেলা প্রশাসন। তদন্ত রিপোর্ট মাউশিতে প্রেরণ করা হয় । মাউশি তাদের শোকজ করলে তারা জবাব দাখিল করেন। বর্তমান এডহক কমিটি দায়িত্বে আসার পর বিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি ভালো হওয়ায় প্রধান শিক্ষক সহ তিন শিক্ষক বিদ্যালয় ফিরে আসেন।