পারভেজ মোশারফ স্টাফ রিপোর্টারঃ- নরসিংদী রায়পুরা উপজেলা দূর্গম চরাঞ্চলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালচিত্র এবং ফাউন্ডেশন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।
তিনি বলেন, আগামী ১০ তারিখ বিএনপিরা ঢাকা দখল করবে এবং দেশ পরিচালনা করবে এটা আবার কোন ষড়যন্ত্র বুঝিনা। তবে আমরা সাধারণ জনগণের ভোটে বিশ্বাসী আর সাধারণ জনগণই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য ভোট দিয়ে দেশ দখল করে দিবেন আমাদেরকে জানান।
বুধবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলা পাড়াতলী ইউনিয়নের এ কে এম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশন কার্যালয় মাঠ প্রাঙ্গনে এই ম্যুরালচিত্র উদ্ধোধনের সময় এই কথা বলেন।
জাতির পিতা স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের নিকট জাতির পিতার অবদান তুলে ধরাল লক্ষ্যে এ কে এম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনে টাইলস ম্যুরাল নির্মান করা হয়েছে। জাতির পিতার নবনির্মিত এ ম্যুরালটির মাধ্যমে বর্তমান প্রজন্মের শিশুরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস বিষয়ে আরও বেশি জানতে উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। এরই ধারবাহিকতায় এ কে এম বজলুর রহমান ফাউন্ডেশন এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শরু হয়।
উক্ত অনুষ্ঠানে এ কে এম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ড. আসওয়াত আকসির মুজিব ওয়াসি এর সভাপতিত্বে আরও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাখেন, রায়পুরার কিংবদন্তি আ’লীগ নেতা সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম স্বরাষ্ট্রমন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শুফিকুল ইসলাম। এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আজগর হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহাম্মেদ পার্থ, রায়পুরা পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি আজিজুর রহমান প্রমুখ।
Leave a Reply