মোঃ ইসমাইল হোসেন নবী
সিনিয়র রিপোর্টসর,রাজশাহী :
রাজশাহী দূর্গাপুর ৩ নং পানা নগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সম্মেলন করেছেন সাবেক এমপি পুত্র জুলফার নাঈম মোস্তফা বিস্ময় ।
১৫ ই অক্টোবর (বুধবার) ৩নং পানানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড খাসখামার প্রাইমারি স্কুল মাঠে এ কর্মীসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুর্গাপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি জনাব আব্দুল আজিজ মন্ডল এর সভাপতিত্বে ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমনের তথ্য সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ দায়িত্বপ্রাপ্ত সম্পাদক পুঠিয়া দুর্গাপুরের সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান আগামীতে পুঠিয়া দুর্গাপুরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব জুলফার নাঈম মোস্তফা বিস্ময়।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন :-
দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুনসুর রহমান মাষ্টার, বানেশ্বর বনিক সমিতির সভাপতি ও পুঠিয়া উপজেলা বিএনপি আহবায়ক সদস্য মতিউর রহমান মতি, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক মাষ্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক হুদা বাবু, দূর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি চয়েন উদ্দিন সেখ, সাধারন সম্পাদক আরমান কবির সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হারুনর রশিদ মামুন, পুঠিয়া পৌর যুৃবদলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আলম মুহুরী, জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি ফজলে রাব্বি , পানা নগর ইউনিয়ন যুব নেতা রন্টু ইসলাম, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, আব্দুল খালেক, রাজশাহী জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান , মোজাফফর হোসেন ধোকড়াকুল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন, পানা নগর ইউনিয়ন ছাত্রদল নেতা জহুরুল ইসলাম রায়হান বাবু, আব্দুল বারিক, ইমন আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলফার নাঈম মোস্তফা বিস্ময় বলেন,আমার বাবা সাবেক এমপি এডভোকেট নাদিম মোস্তফা সাহেব পুঠিয়া দুর্গাপুরের এমপি ছিলেন তার মৃত্যুর পরে এই আসন অভিভাবক শূন্য হয়ে পড়েছে। আমার বাবার অবর্তমানে এই আসনের সকল মানুষের পাশে আমি সব সময় আছি । স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিছু মানুষ চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়ে গেছে এবং সরকার পতন আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জীবন দিয়েছে আগামীতে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে এবং বিএনপি সরকার ক্ষমতায় গেলে সমস্ত খুনের বিচার করা হবে । তিনি আরো বলেন কিছু হোটেল ব্যবসায়িক বর্তমানে বিএনপির ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে। যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে জড়িত থেকে ব্যবসা-বাণিজ্য করেছে তাদের হাতে কখনোই জনগণ নিরাপদ নয়। বিএনপির কাছে আকুল আবেদন এই সমস্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে ।
তিনি আরো বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি এই আসনে আমাকে ধানের শীষের মনোনয়ন দেন তাহলে আমার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন দীর্ঘদিন নির্যাতনের ফলেই আমার বাবা মৃত্যুবরণ করেছেন । তাকে জেলে অনেক নির্যাতন করা হতো,বক্তব্যের একপর্যায়ে সাবেক এই এমপি পুত্র কান্নায় ভেঙে পড়েন ।
পরিশেষে তিনি, বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান সাহেব ও প্রয়াত এডভোকেট নাদিম মোস্তফা সাহেবের জন্য দোয়া প্রার্থনা করেন সকল দেশবাসীর কাছে।
Leave a Reply