০৯ মার্চ ২০২১ ইং
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি ও বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি করায় বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগে।
মঙ্গলবার বিকেলে নগরীর জেলা আ.লীগের অস্থায়ী কার্যালয় আলোকার মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা আ.লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক রাজশাহী-৫ আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার নেতৃত্বে এ বিশাল বিক্ষোভ মিছিলটি নগরীর সাহেব বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষীন করে নগর আ.লীগ ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে যোগদেন।
মোঃ মোজাম্মেল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ