——— “উম্মোচন”———-
যেখানে মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স এবং যুদ্ধ ঘোষনা করেছিল সরকার;
সেখানে মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ধান্ধাবাজ, সন্ত্রাস, নারী সাপ্লাইয়ার, সাংবাদিকদের নেতা বানানোর কি দরকার ?
সম্মানীয় ব্যক্তিদের চরিত্রহরন, সাংবাদিক ও সংগঠনগুলোকে ভূয়া বলে প্রচার;
কে দিয়েছে ক্ষমতা তাকে ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচার।
বিএমএসএফ এর কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাস ও ভীতি সৃষ্টি করে চালিয়েছিল সন্ত্রাসী হামলা;
মুখোশ তাদের এখানেই উম্মোচন, নিজেদের এখন সামলা।
বিএমএসএফ সাংবাদিকরা, সবাই এখন ঐক্যবদ্ধ;
তোর মুখোশ এখন সামনে এসেছে, মাতলামি করলে হবি জব্দ।
মদের নেশায় টাল হয়ে তুই নিজের মাথা ফাটাস;
বউ, মেয়েকে ছাড় না দিয়ে যাকে তাকে পেটাস।
সরকারী চাকরীর দালালি করিস, মোটা অংকের টাকায়;
ধরা পড়লে বুঝবি তখন, ঢুকবি যখন খাঁচায়।
যাকে তাকে হুমকী মারিস, না দিলে চাঁদা;
খুন করবি, গুম করবি, নিউজ করবি গাঁধা ?
চিটারী আর বাটপারীতে চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড পাবি;
পাবলিকের গণধোলাই খেয়ে জেলখানায় তুই যাবি।
যারা তোর সংগ দিচ্ছে তারা কি সব তোর ?
দুদিন পরে থুথু দিলে বুঝবি ইয়াবাখোর।
মাদক ব্যবসায়ীদের সাথে রফাদফা, লেনদেন হচ্ছে বন্ধ; যাদের কাছ থেকে মাসোয়ারা নিস লেগে গেছে দ্বন্দ্ব।
আস্তে আস্তে সব বেড়োবে গোমর হবে ফাঁস ;
আইনশৃঙ্খলা বাহিনী খোঁজে আছে, ঢুকিয়ে দেবে বাশঁ।
ক’জন আছে ইয়াবা সাপ্লাইয়ার,ফেনসিডিলের ফাদার ;
কোন্ মেয়ে নিয়ে ফুর্তি করিস বেড়িয়ে যাবে আবার।
এতোকাল যাদের অত্যাচার করেছিস, করেছিস মালিকানা জমি দখল; তারা এখন জেগে উঠেছে, পড়াতে তোর গলায় শেঁকল।
গলায় ঝুলছে হরেক রকম মামলা, বাদী সাক্ষীদের দিস হুমকী; আদালতে তারা নালিশ জানাবে, হাজিরা দিতে গেলে বুঝবি।
যাদের করেছিস চরিত্রহরন, গোষ্ঠী করেছো উদ্ধার;
তারা এখন সক্রিয় সব, ভূমিকা পালন করবে যোদ্ধার।
এক দড়িতে বাধাঁ পড়বি অসৎ সংগের কারনে;
শুনবিনা যখন কোনো কথা, থামবিনা কোনো বারণে অনেকের ইতিহাস জানা আছে, কতো করেছি মারজোনা;
জাফর যদি সহযোগিতা না করতো, পিঠের ছাল এক জনারও থাকতো না।
বিএমএসএফ গড়ে তুলেছি; মফস্বল সাংবাদিকদের বাচাঁতে;
সেটা এখন ধ্বংস করবি, ছেড়ে দেবো কি জান থাকতে ?
কপিরাইট আছে, ট্রেডমার্ক আছে, রেজিস্ট্রেশন আছে তারপরও;
নাম, পদবী ব্যবহার করলে ছেড়ে দেবো না একচুলও।
আইনের আওতায় এসে গেলে বুঝবি ঠ্যালা কারে কয়;
জরিমানা গুনবি, জেলখাটবি, তখন বলবি, এতো জালা কেমনে সয়।
বিএমএসএফ কে দখল করবি, সফল হবিনা, যতো করিস চেষ্টা; এমন সব বুলি আওড়াস, বোঝাতে চাস তোদের, বাপ-দাদার কেনা এই দেশটা।
Leave a Reply