শিরোনাম :
আমতলীতে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ফরিদ উদ্দিন মাতুব্বর ও গাজী মোঃ সালাম ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ১০ কেজি গাঁজা ও ০১টি অটোরিক্সা সহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার। দাউদকান্দিতে বেগম রহিমারোশন মাদরাসায় অভিভাবক কাউন্সেলিং। সাবেক এমপি মোস্তফা কামাল পাশার উদ্যেগে সন্দ্বীপে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত। বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৬২ বস্তা অবৈধভাবে মজুদ করা সরকারি সার জব্দ করেছে পুলিশ ও কৃষি বিভাগ গলাচিপা নির্বাহী আদালতের পেশকার আবু জাফর এর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে আদালত বর্জন ঘোষনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির অঙ্গীকার: আনোয়ারুজ্জামান আনোয়ার সংবাদ প্রকাশের পর দূর্গাপুরে ভুয়া আল আকশা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ গণতন্ত্র বনাম রাজনীতি: সংকটে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি

বিএমএসএফকে দখল করে মাদকের আস্তানা বানাতে যারা ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত তাদের মুখোশ জাতির নিকট তুলে ধরতে লেখা এই কবিতা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৬ বার পঠিত

——— “উম্মোচন”———-

যেখানে মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স এবং যুদ্ধ ঘোষনা করেছিল সরকার;

সেখানে মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ধান্ধাবাজ, সন্ত্রাস, নারী সাপ্লাইয়ার, সাংবাদিকদের নেতা বানানোর কি দরকার ?

সম্মানীয় ব্যক্তিদের চরিত্রহরন, সাংবাদিক ও সংগঠনগুলোকে ভূয়া বলে প্রচার;

কে দিয়েছে ক্ষমতা তাকে ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচার।

বিএমএসএফ এর কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাস ও ভীতি সৃষ্টি করে চালিয়েছিল সন্ত্রাসী হামলা;

মুখোশ তাদের এখানেই উম্মোচন, নিজেদের এখন সামলা।

বিএমএসএফ সাংবাদিকরা, সবাই এখন ঐক্যবদ্ধ;
তোর মুখোশ এখন সামনে এসেছে, মাতলামি করলে হবি জব্দ।

মদের নেশায় টাল হয়ে তুই নিজের মাথা ফাটাস;
বউ, মেয়েকে ছাড় না দিয়ে যাকে তাকে পেটাস।

সরকারী চাকরীর দালালি করিস, মোটা অংকের টাকায়;

ধরা পড়লে বুঝবি তখন, ঢুকবি যখন খাঁচায়।

যাকে তাকে হুমকী মারিস, না দিলে চাঁদা;
খুন করবি, গুম করবি, নিউজ করবি গাঁধা ?

চিটারী আর বাটপারীতে চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড পাবি;
পাবলিকের গণধোলাই খেয়ে জেলখানায় তুই যাবি।

যারা তোর সংগ দিচ্ছে তারা কি সব তোর ?
দুদিন পরে থুথু দিলে বুঝবি ইয়াবাখোর।

মাদক ব্যবসায়ীদের সাথে রফাদফা, লেনদেন হচ্ছে বন্ধ; যাদের কাছ থেকে মাসোয়ারা নিস লেগে গেছে দ্বন্দ্ব।

আস্তে আস্তে সব বেড়োবে গোমর হবে ফাঁস ;
আইনশৃঙ্খলা বাহিনী খোঁজে আছে, ঢুকিয়ে দেবে বাশঁ।
ক’জন আছে ইয়াবা সাপ্লাইয়ার,ফেনসিডিলের ফাদার ;
কোন্ মেয়ে নিয়ে ফুর্তি করিস বেড়িয়ে যাবে আবার।

এতোকাল যাদের অত্যাচার করেছিস, করেছিস মালিকানা জমি দখল; তারা এখন জেগে উঠেছে, পড়াতে তোর গলায় শেঁকল।

গলায় ঝুলছে হরেক রকম মামলা, বাদী সাক্ষীদের দিস হুমকী; আদালতে তারা নালিশ জানাবে, হাজিরা দিতে গেলে বুঝবি।

যাদের করেছিস চরিত্রহরন, গোষ্ঠী করেছো উদ্ধার;
তারা এখন সক্রিয় সব, ভূমিকা পালন করবে যোদ্ধার।

এক দড়িতে বাধাঁ পড়বি অসৎ সংগের কারনে;
শুনবিনা যখন কোনো কথা, থামবিনা কোনো বারণে অনেকের ইতিহাস জানা আছে, কতো করেছি মারজোনা;

জাফর যদি সহযোগিতা না করতো, পিঠের ছাল এক জনারও থাকতো না।
বিএমএসএফ গড়ে তুলেছি; মফস্বল সাংবাদিকদের বাচাঁতে;
সেটা এখন ধ্বংস করবি, ছেড়ে দেবো কি জান থাকতে ?

কপিরাইট আছে, ট্রেডমার্ক আছে, রেজিস্ট্রেশন আছে তারপরও;
নাম, পদবী ব্যবহার করলে ছেড়ে দেবো না একচুলও।
আইনের আওতায় এসে গেলে বুঝবি ঠ্যালা কারে কয়;
জরিমানা গুনবি, জেলখাটবি, তখন বলবি, এতো জালা কেমনে সয়।

বিএমএসএফ কে দখল করবি, সফল হবিনা, যতো করিস চেষ্টা; এমন সব বুলি আওড়াস, বোঝাতে চাস তোদের, বাপ-দাদার কেনা এই দেশটা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com