
জাহাঙ্গীর আলম ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণ, কর্মী—সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রেহান উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জনাব সজল মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় সংগীত ও দোয়া মাহফিলের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির প্রতিটি কর্মীকে সতর্ক, ঐক্যবদ্ধ এবং সক্রিয় ভূমিকা রাখতে হবে। দলের হাল ধরতে তরুণ ও নতুন ভোটারদের আরও বেশি সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বিশেষভাবে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দলের বার্তা পৌঁছে দিতে আহ্বান জানান। তারা বলেন, “গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এই সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং বিজয়নগর উপজেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা সিংগারবিল ইউনিয়নের কর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু দিক নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত শত শত নেতাকর্মী স্লোগান ও উচ্ছ্বাসের মাধ্যমে দলের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো সভাস্থল ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রস্তুতি সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।
Leave a Reply