জাহাঙ্গীর আলম (ক্রাইম রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি সফল মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। বুধবার গভীর রাতে থানা পুলিশের একটি টিম ২৮ (আটাশ) কেজি গাঁজা উদ্ধার করে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে এলাকায় সবচেয়ে বড় মাদক চালানগুলোর একটি বলে জানা যায়।
২০/১১/২০২৫ খ্রি. রাত ০২.৪০ ঘটিকায় বিজয়নগর থানার অফিসারদের নেতৃত্বে একটি বিশেষ টিম সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের সূত্র ধরে পুলিশ আগে থেকেই এলাকায় নজরদারি বাড়ায় এবং একটি সন্দেহজনক স্থানে তল্লাশি চালানোর সময় ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্র জানায়, অভিযানের মুহূর্তে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চক্রের ০২ জন মাদক কারবারি দ্রুত পালিয়ে যায়, ফলে তাদের গ্রেপ্তার সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ২৮ কেজি গাঁজা ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশ ধারণা করছে, মাদকগুলো এলাকাজুড়ে বিস্তারকারী একটি বড় চক্রের মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল।
পালিয়ে যাওয়া সন্দেহভাজন মাদক কারবারিদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ—
১। দুলাল (৪৫)পিতা: মৃত লালু মিয়া সাং: কাশিনগর, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
২। সজিব (৩২) পিতা: সফিক মিয়া সাং: নলগড়িয়া, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য থানায় জমা রাখা হয়েছে।
বিজয়নগর থানা সূত্র জানায়, এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনসাধারণকেও মাদকবিরোধী অভিযানে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।