মোঃরইজ উদ্দিন গোলাম রসুল
বিজয় নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার এসআই সফিকুল ইসলাম এবং এএসআই মাহমুদ হাসান আবেদিন ও সঙ্গীয় ফোর্স সহ বিষ্ণুপুর ইউনিয়ন পশ্চিম কালাছড়া সর্দারচৌমহনি মোড়ে অভিযান চালিয়ে ৩৮কেজি গাজা সহ একটি মটর সাইকেল দুইজন মাদক চোরাচালানিকে আটক করে।
তাদের মধ্যে একজন অরমুজ (৩১)পিতা-নরুল আমিন গ্রাম পুর্ব কালাছড়া, বিষ্ণুপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।অপর জন মোঃ সোহেল আহমদ পিতা- মৃত চান মিয়া গ্রাম মনিহারা থানা নবিনগর ,ব্রাহ্মণবাড়িয়া।
বিজয় নগর থানায় যোগাযোগ করলে কতৃপক্ক সততা ও মামলা পৃক্রিধীন বলে নিশ্চিত করে ।