মোঃ মাহমুদুল হাসান,
স্টাফ রিপোর্টার:-
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিলাশ মল্লিক পিএইচডি গবেষণার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিভাগীয় উদ্যোগে ও ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেক কাটাসহ নানা আবেগঘন মুহূর্তে শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রিত হন। উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক মাইনুল ইসলাম, অধ্যাপক বলাই বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক নুসরাত জাহান, অধ্যাপক মাহফুজা আক্তারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
অধ্যাপক মাইনুল ইসলাম বলেন,
"বিলাশ মল্লিক আমাদের গর্ব। তিনি নিষ্ঠাবান শিক্ষক ও মেধাবী গবেষক। তাঁর পিএইচডি যাত্রা বিভাগের জন্য এক গৌরবময় অধ্যায়। আমরা বিশ্বাস করি, তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের স্বাক্ষর রেখে আবার ফিরবেন।"
অধ্যাপক বলাই বন্দ্যোপাধ্যায় বলেন,
"তিনি শুধু শিক্ষক নন, ছিলেন একজন চিন্তক ও গবেষক। তাঁর পাঠদান ছিল হৃদয়ছোঁয়া, গবেষণা ছিল সময়োপযোগী। তাঁর অভাব অনুভূত হবে, তবে এই যাত্রা হবে আমাদের জন্য এক গর্বের অনুষঙ্গ।"
অধ্যাপক নুসরাত জাহান বলেন,
"তিনি ছিলেন আমাদের সহকর্মী ও অনুপ্রেরণা। তাঁর চিন্তা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ছিল ব্যতিক্রমী। এই যাত্রা আমাদের শূন্যতা দিলেও, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের পরিচিতি বাড়াবে।"
প্রভাষক মাহফুজা আক্তার বলেন,
"সহপাঠী থেকে সহকর্মী হয়ে স্যারের নিষ্ঠা দেখেছি কাছ থেকে। তিনি ছিলেন আলোকবর্তিকা, যিনি শুধু শিক্ষক নন, মূল্যবোধ ও চিন্তার অনুপ্রেরণা। আজ তিনি বিদায় নিলেও, রেখে গেলেন গভীর ছাপ।"
বিদায়ী বক্তব্যে বিলাশ মল্লিক স্যার বলেন,
"এই বিভাগ, এই শিক্ষার্থীরা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। শিক্ষকতা আমার কাছে ভালোবাসার জায়গা। আজ যখন পিএইচডি যাত্রায় পা বাড়াচ্ছি, হৃদয়ে রয়ে গেছে গভীর আবেগ ও কৃতজ্ঞতা। সবার দোয়া চাই, যেন সফলভাবে ফিরতে পারি।"
৩১তম ব্যাচের শিক্ষার্থীরা স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন।
৩১ তম ব্যাচ শিক্ষার্থী সামিয়া বলেন,
"স্যার ছিলেন আমাদের শিক্ষক, অভিভাবক ও বন্ধু। আমরা তার অনুপ্রেরণা ও ভালোবাসা চিরকাল স্মরণ রাখব।"
৩১ তম ব্যাচ শিক্ষার্থী ওয়াহিদ বলেন,
"স্যার আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন, চিন্তার পথ খুলে দিয়েছেন। তাঁর অনুপস্থিতি আমাদের জন্য বড় শূন্যতা।"
৩১ তম ব্যাচ শিক্ষার্থী আরাফাত আরাফ বলেন,
"স্যার আমাদের শিক্ষা দিয়েছেন চিন্তা করার স্বাধীনতা ও দায়িত্ববোধ। তাঁর সাফল্য আমাদের সকলের গর্ব।"
অনুষ্ঠানে কবিতা, গান, স্মৃতিচারণ ও উপহার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় এই অনন্য বিদায় সংবর্ধনা।