১১ মার্চ ২০২১ ইং
মঙ্গলবার (৯ মার্চ) বেলা ৩টার দিকে শাহজাদপুর উপজেলার চর-আঙ্গারু গ্রামে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের কাজ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। বিদ্যুতের খুঁটির সঙ্গে ট্রান্সফরমার লাগানোর সময় বিদ্যুৎ স্পৃহ্য হয়ে রুবেল (২৫) নামের এক লাইনম্যানের মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত রুবেলের বাড়ী উল্লাপাড়ার শিবপুর বামনগ্রামে। সে মোঃ আকরাম এর একমাত্র পুত্র ও তিন সন্তানের জনক। জানা যায়,
তিনি একটি বেসরকারি বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোঃ শামীম এর প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যাক্ষদর্শীরা অভিযোগ করে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিয়মনীতির ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব না দিয়ে শ্রমিকের প্রাণ ঝুঁকিতে রেখে কাজ করায়।
ঘটনার সময় বিদ্যুতের সঞ্চালন লাইন বন্ধ না করেই রুবেল কে দিয়ে ট্রান্সফরমার সংযুক্ত করার কাজ করাচ্ছিলেন।
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির মৃত্যুতে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা রুবেলের মৃত্যুতে তিন সন্তানের ভবিষ্যৎ চিন্তায় বাকরুদ্ধ হয়ে পড়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্ণধার মো: শামীম জোয়ার্দারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ভুলবশত অন্য বিদ্যুতের সঞ্চালন বন্ধ করা হয়েছিল তবে যে লাইনে রুবেল কাজ করছিল সে লাইন বন্ধ করা হয়নি তাই এই দুর্ঘটনা ঘটে। এখন প্রশ্ন উঠেছে, ভুলবশত যে লাইনে কাজ করছিল সে লাইন বন্ধ না করে অন্য লাইন বন্ধ করার ভুলে একটি প্রান অকালে ঝরে গেল।তাহলে এই ভুলের জন্য দায়ী কে? ঠিকাদারি প্রতিষ্ঠানের না কি পল্লী বিদ্যুতের?
পরে তার ঠিকাদারি প্রতিষ্ঠানটির ব্যাপারে বিভিন্ন নিয়ম কানুন এবং বৈধ লাইসেন্স আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি রাগারাগি করে সংযোগ কেটে দেন। পরে বারবার কল দিলেও তিনি আর রিসিভ করেননি।
নিহত রুবেলের বোন আকলিমা (৪০) জানান, আমাদের জানানো হয়েছে যে লাইন বন্ধ করেই কাজ করছিল তবে অফিস থেকে ভূলবশত লাইন চালু করায় রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, রুবেল নামের একজন পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মোঃ তারিকুল ইসরাম চৌধুরী
স্টাফ রিপোর্টার
দৈনিক মাতৃজগত পত্রিকা
শাহজাদপুর, সিরাজগঞ্জ
Leave a Reply