17 এপ্রিল ২০21 এ পর্বের অতিথি বাংলাদেশের ব্যান্ড ‘নগর বাউল’ এর লিড ভোকালিস্ট জেমস। বিনোদন আড্ডায় এই জনপ্রিয় রক তারকা জানালেন সঙ্গীত নিয়ে তাঁর অনুরাগের কথা। জেমস ছেলেবেলা থেকেই তাঁর গানের সাথে গড়ে ওঠে সখ্যতা। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় হাতে তুলে নেন গিটার। গানের প্রতি প্রচন্ড আকর্ষণ তাঁর পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। তাই গান করা নিয়ে তাঁর বাবার ছিল প্রচন্ড আপত্তি। গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে। জায়গা করে নেন চট্টগ্রামের আজিজ বোর্ডিং এর ছোট্ট একটি কামরায়। জেমস বলেন তাঁর তারকা হয়ে ওঠার আগের সেই জীবন ছিল কঠিন ও সংগ্রামের। সারাদিন কেটে যেত তাঁর গান তৈরিতে আর সন্ধ্যা গড়ালে চলে যেতেন নগরীর নাইট ক্লাবে গান গাইতে। সে সময় তিনি ও তাঁর ব্যান্ড ইংরেজি কাভার গান করতেন। ইংরেজি কাভার গান ছেড়ে তাঁরা একসময় নিজেদের সৃজনশীল মৌলিক বাংলা গান করার জন্য ঢাকা চলে আসেন। তাঁর সঙ্গীতের সাথে পথ চলার ত্রিশ বছরে ভক্ত-শ্রোতাদের ভালোবাসা ও সাড়া তাঁর জন্য অনেক বড় অনুপ্রেরণা বলে জেমস মনে করেন। মাতৃজগত টিভি সাথে বিনোদন আড্ডা উপস্থাপন করেছেন শাকিল খান নীরব এ সময় আরো উপস্থিত ছিলেন মাতৃজগত টিভি চেয়ারম্যান খান সেলিম রহমান
Leave a Reply