সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিষধর সাপ পোষানোর শখের ফলে মোঃ সাকিব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বিষধর সাপের কামড়ে আহত সাকিবকে প্রথমে স্থানীয় এক ওজার কাছে নিয়ে গিয়ে বিশ নামানো হয় পরবর্তীতে শরীরের অবনতি দেখে রাত আনুমানিক ৯ টার দিকে দ্রুত তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রবিবার ভোরে ৪ টার দিগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, সাকিব ১০ থেকে ১৫ দিন আগে জালের সাথে প্যাঁচানো একটি সাপকে দেখতে পেয়ে ধরে বাসায় নিয়ে আসে পরবর্তীতে পাতিলে রেখে সাপটিকে লালন পালন করে। শনিবার বিকেলে মেঘনা নদীর পাশে নতুন বেরীর উপরে তিনি সাপটিকে নিয়ে খেলছিলেন। হঠাৎ সাপটি তার পায়ে কামড় দেয়, যা গুরুতর আঘাত সৃষ্টি করে। পরিবারের লোকজন স্থানীয় ওজার কাছে নিয়ে বিষ নামায় কিছুক্ষণ ভালো থাকলো পরবর্তীতে দেখা গেল তার মুখ দিয়ে ফেনা বের হয়।তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিষক্রিয়ার জন্য তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। চিকিৎসার পরও তাকে বাঁচাতে পারেননি।
ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান অনিক ভোর ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ আশিকুর রহমান অনিক জানান, বিষক্রিয়া দ্রুত শরীরে ছড়িয়ে পড়ায় সাকিবের জীবন রক্ষা করা সম্ভব হয়নি। তারা সকলকে বিষধর সাপ পোষানোর ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply