নিজস্ব সংবাদদাতা: উলিপুর উপজেলা ৬নং বুড়াবুড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাইসরকার বাজার হতে আটারোপাইকের বাজার পাকা রাস্তার কাজে তিন নাম্বার ইটের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা।
বুধবার ২১ ফেব্রুয়ারি সরজমিনে গিয়ে দেখা যায় ,নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ করতেছে। এ ব্যাপারে শ্রমিকদের জিজ্ঞাসা করলে, কি ইট দিয়ে কাজ করতেছেন? প্রশ্নের জবাবে বলেন এক নম্বর ইট দিয়ে কাজ করতেছি।কিন্তু সেখানে কোন এক নাম্বার ইটের ছিটে ফোটাও ছিল না।সরজমিনে গিয়ে দেখা যায় ৩ নাম্বার ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ করতেছেন মিস্ত্রি ও শ্রমিকেরা।
এলাকাবাসীরা সাক্ষাৎকারে বলেন যে নিম্নমানের ইট দিয়ে কাজ করতেছে ঠিকাদার।
এ ব্যাপারে রাস্তার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকার মোঃ মফিজল সরকার এর সাথে যোগাযোগ করা হলে উনি বলেন যে ভাই তিন নাম্বার ইটের খোয়া টুকু পড়েছে সে টুকু থাকবে।পরে এর উপরে এক নাম্বার ইটের খোয়াদিব।
এ বিষয়ে উলিপুর উপজেলার প্রকৌশলী নজরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন নির্বাহী দপ্তর সরকারি প্রকৌশলী নিম্নস্বাক্ষরকারী ও সংশ্লিষ্ট কাজের উপর সহকারি প্রকৌশলী কৃর্তৃক যৌথভাবে সাইট পরিদর্শন করা হয়।এ সময় পরীক্ষিত হয় সাইডের মজুদকৃত খোয়া নমুনাও টেস্ট করতে দেওয়া হয়েছে। রিপোর্ট এখনো হাতে আসেনি। নিম্নমানের খোয়া সেই খোয়া অপসারণের জন্য ঠিকাদারকে বলা হয়েছে।