মো.মাহিম মুনতাসির: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল আসাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ও আশপাশের এলাকায় গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই-আগস্ট সময়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে আপনার সম্পৃক্ততা পরিলক্ষিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩(৫) অনুযায়ী আপনাকে অভিযুক্ত করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের বিধি ৪ এর উপবিধি ৩ (ঘ) অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, চিঠি প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে তাকে তার বরখাস্তের আত্মপক্ষ সমর্থনে একটি সন্তোষজনক ও প্রামাণিক লিখিত বক্তব্য দাখিল করতে বলা হয়েছে।