মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও পুষ্টির ভারসাম্য রক্ষায় মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। “মাছে ভাতে বাঙালি”—এই চিরন্তন ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা, কারেন্ট জালের ব্যবহার রোধ করা, জলাশয় সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষের ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের ফলে মৎস্য খাতে ব্যাপক অগ্রগতি হচ্ছে। এ ধারাকে এগিয়ে নিতে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহূরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রানা ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বিরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, বেলকুচি থানার এসআই সবুজ আহমেদ, ছাত্র প্রতিনিধি মুছা হাসেমী এবং আনসার ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি।
অনুষ্ঠানে একজন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণামূলক কার্যক্রমের সূচনা করা হয়।