মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮:৩০ মিনিটে আজুগড়া কেন্দ্রীয় কবরস্থানে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদ দুই কিশোর—মোঃ সিহাব আহমেদ ও মোঃ সিয়াম হোসেন-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
অনুষ্ঠানে শহিদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, কোরআনখানি, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “শহিদদের আত্মত্যাগ শুধু ইতিহাস নয়, এটি আমাদের অনুপ্রেরণার চিরন্তন উৎস। এই আদর্শে আমরা গড়তে চাই ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ।”
শহিদদের পরিচয়ঃ
১. মোঃ সিহাব আহমেদ
• পিতা: মোঃ শফি মিয়া
• জন্ম: ১৪ জানুয়ারি ২০০৫
• শাহাদাত: ৪ আগস্ট ২০২৪
• স্থান: এনায়েতপুর থানার সামনে, চৌহালী, সিরাজগঞ্জ
২. মোঃ সিয়াম হোসেন
• পিতা: মোঃ আব্দুল কুদ্দুস আলী
• জন্ম: ৪ মার্চ ২০০৫
• শাহাদাত: ৪ আগস্ট ২০২৪
• স্থান: এনায়েতপুর থানার সামনে, চৌহালী, সিরাজগঞ্জ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ
• উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান
• উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন
• উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন
• উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মোছাঃ তানিয়া
• ৪নং দৌলতপুর ইউপি-এর প্যানেল চেয়ারম্যান জনাব শামসুল হক মোল্লা
• উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মোঃ হাবিবুল্লাহ
• উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোঃ তৌফিক
• বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান
• বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার অর্থ সম্পাদক মোঃ সেলিম রেজা
• শহিদ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
এ সময় বক্তারা শহিদদের স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।