ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার:
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই ২০২৫) বিকেল ৪টায় মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে অংশ নেন এনসিপি, জামায়াতে ইসলামী, ও সাধারণ ছাত্র জনতা। যদিও অংশগ্রহণকারী একাধিক রাজনৈতিক সংগঠনের নেতারা জানান, তারা ‘ছাত্র জনতার’ ব্যানারে মিছিলে অংশ নিয়েছেন। মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীদের হাতে ছিল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ব্যানার। তারা বলেন, “একজন নিরীহ ব্যবসায়ীকে দিনের আলোয় প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু অমানবিকই নয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ।”
বক্তারা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা সরাসরি জড়িত। তারা বলেন, “যারা এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।”
মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে উত্তাল স্লোগান দেওয়া হয়। উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে ছিল—
“বিএনপি চাঁদাবাজ!”
“আমার ভাইয়ের রক্ত লাল – যুবদল কোন চ্যাটের বাল!”
“ছাত্রদল কোন চ্যাটের বাল!”
বিক্ষোভ চলাকালে মিরপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে কর্মসূচি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এদিকে, বিক্ষোভ মিছিল দেখে পথচারীদের মাঝেও ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে। অনেকেই দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।