মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পাওনা টাকা আদায় করতে গিয়ে শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোডের মেসার্স মা ভেরাইটিজ স্টোরের ব্যাবসায়ী লক্ষণ পাল (৩৭) নামে খুন হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে হত্যাকারীরা।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় তার গলায় দড়ির দাগ, চোখে-মুখে বালু ও পায়ের ঊরুতে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানায় পুলিশ।
নিহত ব্যবসায়ী বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের মৃত মনোরঞ্জন পালের ছেলে।
নিহত লক্ষণ পালের স্ত্রী ও ৩ বছরের এক কন্যাসন্তান নিয়ে শ্রীমঙ্গল কলেজ রোড আবাসিক এলাকায় থাকতেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডের ব্যবসায়ী লক্ষণ পাল প্রতি শুক্রবার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে রাজনগর উপজেলায় যান। ১২/০৩/২০২১ইং, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচগাঁও ইউনিয়নের আজাদের বাজার এলাকার বিকাশ ভট্টাচার্য্য নামে এক ব্যবসায়ী সর্বশেষ তাকে মৌলভীবাজারগামী সিএনজি অটোরিকশায় তুলে দেন।
পরে রাত সাড়ে ১২টার দিকে অন্য এক সিএনজি অটোরিকশাচালক উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়কের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত হতে মৃতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসহ বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
শনিবার সকালে স্বজনরা রাজনগর থানায় রাখা মৃতদেহটি লক্ষণ পাল বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লক্ষণ পালের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের বড়ভাই স্বপন পাল জানান, প্রতি শুক্রবার লক্ষণ রাজনগরে পাওনা টাকা আদায়ের জন্য যেত। রাত সাড়ে ৩টার দিকে আমরা জানতে পারি আমার ভাইয়ের মৃতদেহ পাওয়া গেছে। পরে আমরা থানায় গিয়ে লাশ শনাক্ত করি।
রাজনগর থানার ওসি মোঃ আবুল হাসিম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।