মো: রুবেল মিয়া সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে /১৩/কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারী(০১)জন গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ঠিকানা।১/মো:শরীফ উদ্দিন(২৯)পিতা:সফিকুর রহমান হুজুর/-মাতা-আরজুদা বেগম-সাং-ভবানিপুর থানা- আশুগঞ্জ / জেলা - ব্রাহ্মণবাড়িয়া। আজ ০৯/১১/২০২৫খ্রি. সকাল ০৮.৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানাধীন সুলতানপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ১৩(তেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।সুলতানপুরএলাকাবাসী বলেন দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে মাদক আনা নেওয়া হচ্ছে,গোপন সূত্রে জানা যায় এই মাদক কারবারীদের সাথে অনেক বড় একটি সিন্ডিকেট রয়েছে, এরা ধরাছোঁয়ার বাইরে এদেরকে যদি না দমানো যাই, মাদক ব্যবসায়িক কমবে না। তাই এলাকাবাসীর একটাই দাবি তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হওক।এবং এর পাশাপাশি দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়া হওক,এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এদের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজ করা হয়েছে।