ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট মোঃ মুখলেসুর রহমান তার বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৬জুলাই) বিকাল তিনটার দিকে জেলা শহরের মেড্ডায় এ ঘটনা ঘটে। মোখলেছুর রহমান সরাইল উপজেলার তারাতলা গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মফিজুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান এডভোকেট মুখলেসুর রহমান জেলা আইনজীবী সমিতির গত নির্বাচনে সহ-সভাপতি পদে জয়লাভ করেন।আজ সোমবার দুপুর পর্যন্ত তিনি আদালতে ছিলেন। বাসায় গিয়ে ছাদের ময়লা পরিষ্কারের সময় দু তলার ছাদ থেকে পরে মারা যান বলে জানতে পেরেছি।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম বলেন,এডভোকেট মুখলেসুর রহমান ছাদে তার ছেলেকে নিয়ে ময়লা পরিষ্কার করতে গেলে রেলিং ভেঙ্গে নিচে পড়ে যান এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Leave a Reply