
মোঃ রুবেল মিয়া সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া।
২৬ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হয়েছে ‘প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫’। বুধবার (২৬ নভেম্বর) শহরের পশ্চিম পাইকপাড়াস্থ অন্নদা স্কুল বোর্ডিং মাঠে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মেজর শারমিন আক্তার জাহান। তিনি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারিরা তাদের পালিত উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি এবং বিভিন্ন শৌখিন পাখি ও প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শন করেন। মেলা প্রাঙ্গণে দর্শনার্থী ও স্থানীয় উৎসুক জনতার ভিড় ছিল লক্ষ্যণীয়।
আলোচনা সভায় বক্তারা দেশের পুষ্টির চাহিদা মেটাতে এবং বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। তারা খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান। মেলার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply