মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক অভিযানে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১টি সিএনজিসহ ৩ মাদক কারবারী গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আখাউড়া ২নং ওয়ার্ড টানপাড়ার মৃত সোলেমান খান এর ছেলে মোঃ রাজন খান বাবুকে হাতে নাতে গ্রেফতার করা হয়।এছাড়াও পৃথক অভিযানে ২নং ধরখার ইউনিয়নের তন্তর বাজার হতে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ০১টি সিএনজিসহ মাদক কারবারী মোঃ আব্দুল্লাহ ও মোঃ আব্দুস সালাম প্রকাশ আবু ছালাম কে গ্রেফতার করা হয়।
উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।