মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া নামক এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে, এক হাজার ১৮৬ বোতল এস্কেপ সিরাপ, ১০০ কেজি গাঁজা এবং ৭০ বোতল ফেন্সিডিল। বিজিবির দাবি এসব মাদকদ্রব্যের মূল্য সাড়ে ৮ লাখ টাকা।বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বিজিবির বিষ্ণপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ২০১২/৪-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাছড়া নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে। এসময় চোরাকারবারীরা বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে থাকলে টহলদল তাদেরকে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ১৮৬ বোতল এস্কেপ সিরাপ, ১০০ কেজি গাঁজা এবং ৭০ বোটল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
Leave a Reply