মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) বিশেষ অভিযানে-৫৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
অভিযানে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৮-টা ৩০, মিনিটে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকা থেকে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- ১. মো. আশিকুর রহমান (২৬), পিতা: মো. নুর আলী মিয়া, ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া সদর। ২. মো. আরিয়ান খন্দকার (২৬), পিতা: মৃত মজনু মিয়া, ঠিকানা: পূর্ব মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া সদর।
অভিযানে ভারতীয় সীমান্ত পিলার-২০১৩/এমপি থেকে প্রায়- ৮০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের মাদক বা চোরাচালান পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এই ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানিয়েছে।
Leave a Reply